শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

চট করে ঢুকে পড়বেন তাহলে পালালেন কেন, শেখ হাসিনাকে জামায়াত আমির


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৭ : অপরাহ্ণ
সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Rajnitisangbad Facebook Page

চট করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে পালালেন কেন? শেখ হাসিনাকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সীমান্তের ওপারে গিয়ে বলছেন চট করে ঢুকে পড়বেন তাহলে আপনি গেলেন কেন? কে আপনাকে যেতে বলেছিল? আমরা তো আপনাকে যেতে বলিনি।’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর কায়সার নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে এই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশের খুব কাছাকাছি আছি।যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি।’

গত ১২ সেপ্টেম্বর ওই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি বলতেন আইন সবসময় সমান এবং আদালত সবার জন্য স্বাধীন। নিজের কথাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই রাজনীতিসুলভ আচরণ হতো। আপনার আসা উচিত। আপনি যা করেছেন আদালতের সামনে দাঁড়িয়ে স্বচক্ষে দেখা দরকার।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘লাখ লাখ মানুষকে দফায় দফায় আদালতে নিয়েছেন শেখ হাসিনা। মা-বোনদেরও তিনি লাঞ্ছিত করেছেন।’

আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘জামায়াত কারোর ওপর প্রতিশোধ না নেয়ার ঘোষণা দিয়েছে। প্রতিশোধ নেয়া মানে হলো আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা হয়েছে। তবে যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে। তবে তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। বাংলাদেশের মানুষকে যেভাবে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে নয়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সকল অপরাধের বিচার হবে।’

আরও পড়ুন: আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি: শেখ হাসিনা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর