রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৫ : পূর্বাহ্ণ
আঞ্জুমান-এ-আশরাফিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট আয়োজিত এক ইসলামী জলসায় বক্তারা বলেছেন, শান্তি ও মুক্তির পথ হলো রাসুল (সা.) ও আউলিয়ায়ে কেরামের নিঃশর্ত অনুসরণ।
গত শুক্রবার হালিশহর হাউজিং এস্টেটে আয়োজিত এ জলসায় প্রধান অতিথির বক্তব্যে আলী হোসেন আশরাফী বলেন, মানবতার মুক্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং বিভ্রান্ত মুসলিম মিল্লাতের ঈমান-আক্বিদা সংরক্ষণের জন্যই আনজুমানে আশরাফিয়া চেরিট্যাবল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আমাদের ক্বায়েদে মিল্লাত হুজুরের নির্দেশনায় বাংলাদেশে আঞ্জুমান-এ-আশরাফিয়া চেরিট্যাবল ট্রাস্ট এই কাজগুলো সমাজে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যান্য বক্তারা বলেন, মহানবী (সাঃ) বিশ্ব শান্তির মূর্ত প্রতীক। তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত হতে পারে।
বক্তারা আরও বলেন, আউলিয়ায়ে কেরামগণ রাসুল (সাঃ) এর আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দিতে যে ত্যাগের উদাহরণ সৃষ্টি করেছেন, তার উজ্জ্বল প্রমাণ হযরত পীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রঃ)। তিনি ভারতবর্ষে ইসলাম প্রচারে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান বিশ্বে আশরাফী ছিলছিলার অনুসারীরা শান্তি ও মুক্তির বারতা নিয়ে আমলে স্বালেহ চর্চা ও সুফীবাদী মতাদর্শ প্রচার করে যাচ্ছেন।
হালিশহর হাউজিং এস্টেটে আশরাফীয়া হানাফিয়া ওসমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জেলা সভাপতি হযরতুল আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে জলসায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মুফতি মাওলানা হারুনুর রশিদ আশরাফী, আলহাজ্ব মাওলানা জামেউল আখতার আশরাফী, মাওলানা শফিউল হক আশরাফী, মাওলানা আশেকুর রহমান আশরাফী, মাওলানা মুবিনুল হক আশরাফী, মুহাম্মদ রফিক আশরাফী প্রমুখ।
কর্মসূচির মধ্যে ছিল বাদে জুমা পবিত্র খতমে কুরআনুল করীম, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদে আছর নাতে রাসুল (সঃ) পরিবেশনের আসর, বাদে মাগরিব আলোচনা সভা, বাদে এশা মিলাদ ক্বিয়াম ও আখেরী মুনাজাতের পর তাবরুক বিতরণ।
আরও পড়ুন: আঞ্জুমান-এ-আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের যাত্রা শুরু