বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ভারতে ইলিশ পাঠাতে পারবো না, মৎস্য উপদেষ্টার সাফ জবাব


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৮ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না।’

আজ শুক্রবার ভারতীয় একটি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ, সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) করবে।’

ফরিদা আখতার বলেন, ‘এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে।’

প্রতিবছর দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তার সেই উদ্যোগের সমালোচনা করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।’

ফরিদা আখতার বলেন, ‘ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা উচিত।’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে এতোদিন সম্পর্ক ছিল নতজানু সম্পর্ক। কিন্তু উপদেষ্টা আসিফ বলে দিয়েছেন, এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার।’

গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র-নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার: হাসনাত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর