বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল বাধ্যতামূলক অবসরে, মুজিব বরখাস্ত


লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৫ : পূর্বাহ্ণ

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এ ছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গত ১০ সেপ্টেম্বর এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে বদলি করা হয়। এর আগে তিনি সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আর শেখ হাসিনা সরকারের পতনের আগে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। গত ১২ আগস্ট তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

 

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন। গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ–বিদেশ সফর করেন।

অপরদিকে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

এর আগে গত ৬ আগস্ট জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: মারধরের পর ছিলেন হাসপাতালে, এখন কোথায় ডিবি হারুন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর