রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৫ : অপরাহ্ণ
ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়।
গত ৩ সেপ্টেম্বর রাজধানীর খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলীর এ মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আছাদুজ্জামান মিয়া। চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর ২০১৯ সালের আগস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পর তাকে একমাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
অভিযোগ রয়েছে, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আমেরিকায় বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে।
তিন মাস আগে আছাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়। এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক দুই আইজি এ কে এম শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
সাবেক ডিএমপি কমিশনারের ছেলে-স্ত্রীর আলিশান বাড়ি, দামি প্লটের সন্ধান!
মারধরের পর ছিলেন হাসপাতালে, এখন কোথায় ডিবি হারুন?