শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা প্রেস রিলিজ

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন আমীর হুমায়ুন চৌধুরী


রাজধানীর থাই দূতাবাসে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৪ : অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য তিনি থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি রাজধানীর থাই দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে তার পরিবারের সদস্য ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী দীর্ঘ ১৮ বছর ধরে থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। তার এই অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। ১৮৬৯ সালে এই সম্মাননা চালু করা হয়। সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়।

আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই। আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।

আরও পড়ুন: চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে হবে নির্বাচন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর