বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

গণভবনকে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরির সিদ্ধান্ত


গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে গণভবন থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে ঢুকে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র-জনতা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৩ : অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরি  করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

আজ সন্ধ্যা ৭টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই যাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল। আরও অন্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘গণভবন কখনো গণ মানুষের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু এদেশের ছাত্র-জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। শীঘ্রই এটা নিয়ে কাজ শুরু হবে।’

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে মাত্র ৪৫ মিনিটের মধ্যে গণভবন থেকে ভারতে পালিয়ে যান। এরপরই আন্দোলন বিজয়ী লাখো ছাত্র-জনতা গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে বিজয় উল্লাস প্রকাশ করেন।

আরও পড়ুন: 

গণভবনে ঢুকে মানুষের বিজয় উল্লাস

শহীদি মার্চে লাখো ছাত্র-জনতার ঢল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর