রাজনীতি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২৪ ১১:১৩ : পূর্বাহ্ণ
টানা বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাঁটুপানিতে তলিয়ে গেছে। ফলে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা।
আজ বৃহস্পতিবার ভোর থেকে এই মহাসড়কে যানজট শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
গাড়ি চালক মিলন মিয়া জানান, ভোরের দিকে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। পুরো রাস্তা ভালোভাবে আসতে পারলেও চৌদ্দগ্রামে এসে যানজটের কবলে পড়ি। এখানে প্রায় দুই ঘন্টা ধরে আটকে আছেন। সড়কে পানি থাকায় গাড়ি চালানো অনেক কষ্টকর হচ্ছে। আর গাড়িও চলছে ধীরগতিতে তাই সড়কে যানজট লেগেছে।
জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন হাবিবুর রহমান। তিনি জানান আমাকে দুপুর ২ টার আগে ঢাকায় পৌঁছাতে হবে কিন্ত রাস্তার যে অবস্থা সময় মতো যেত পারব বলে মনে হয় না।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমার জীবনে এতো বড় বন্যা দেখি নাই। আমাদের গ্রামের সব বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতেও পানি ছিল তবে কম। ভোর থেকে হুট করেই পানি বেড়ে যায়। আটকে পড়ে সড়ক। আর এরপর থেকেই যানজট সৃষ্টি হতে থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস আসলেও তেমন কোনও কাজ করতে পারছে না।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ওসি এস এম লোকমান হোসাইন গণমাধ্যমকে বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: ব্যবসায়ীর সুন্দরী স্ত্রীকে যেভাবে বাগিয়ে নেন সালমান এফ রহমান