রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২৪ ৪:৪১ : অপরাহ্ণ
বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।
২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এর ৩ বছর পর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে ছিলেন। তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।
এদিকে ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন-বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।
এর আগে ব্যাংক খাতের বহুল সমালোচিত এস আলম গ্রুপের অধীনে থাকা এ ব্যাংকের সব প্রতিনিধিকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আরও পড়ুন:
যে দুই মন্ত্রীর ছত্রছায়ায় ইয়াবার ‘গডফাদার’ হয়ে উঠেন বদি
ব্যবসায়ীর সুন্দরী স্ত্রীকে যেভাবে বাগিয়ে নেন সালমান এফ রহমান
শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর
১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন শেখ হাসিনা