শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫ আশ্বিন, ১৪৩১ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

রাজধানীতে সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৪ ৮:১৮ : অপরাহ্ণ
সাবেক সচিব শাহ কামাল (ফাইল ছবি) ও উদ্ধারকৃত টাকা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক সচিবের বাসা থেকে ৩ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের এফ ব্লকে অবস্থিত ছয় তলা বিশিষ্ট বাসাটির দ্বিতীয় তলা থেকে এই টাকা উদ্ধার করা হয়।

এসব টাকা সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের বলে জানিয়েছে পুলিশ।

বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বিদেশি মুদ্রার পরিমাণ ছিল ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন সাবেক সচিব শাহ কামাল। স্থানীয়রা জানতে পারেন, সচিবের বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে বাসাটিতে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

 

পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়।

আরও পড়ুন: মুখ খুললেন র‍্যাবের ক্রসফায়ারে নিহত একরামের স্ত্রী, বললেন ‌দুই মন্ত্রী…

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর