রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৪ ৫:৩৩ : অপরাহ্ণ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বিজিবিকে আর পিঠ না দেখাতে নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে (আওয়ামী লীগ সরকার)। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়।’
বিজিবিকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলেছি যে, আর পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার (সেসব দিন শেষ হয়ে গেছে)।’
দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৫ বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে। তারা কত লোক মেরেছে। প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এগুলো ন্যাশনাল ফোর্স (বাহিনী), কারও পারসোনাল (ব্যক্তিগত) ফোর্স নয়।’
উল্লেখ্য, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণহানির ঘটনা। প্রতি মাসেই বিএসএফের গুলিতে ঘটছে হত্যাকাণ্ড।
গত ৫ থেকে ৯ মার্চ ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘বিজিবি ও বিএসএফের এখন মূল লক্ষ্য যাতে সীমান্তে হত্যা না ঘটে।’
কিন্তু তবুও সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটছে।
সর্বশেষ গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত