রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৩ আগস্ট ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান।
প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রামে সাত থানায় আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে ডবলমুরিং থানা থেকে বিভিন্ন মালামাল ও মোটরসাইকেল লুট হয়।
এ ঘটনার পর আজ মঙ্গলবার নগর বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে দলটির একটি টিম এই থানা পরিদর্শন করেন।
এ সময় ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান। থানা থেকে লুট হওয়া মালামাল ও মোটরসাইকেল উদ্ধারে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
এ ছাড়া ডবলমুরিং এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে ওসিকে সহযোগিতা করবেন বলে জানান এ বিএনপি নেতা।
থানা পরিদর্শনে আসায় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ওসি।
আরও পড়ুন:
গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়
২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিবির’ নাছির
চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলি, এই অস্ত্রধারী কারা?