মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা প্রেস রিলিজ

ডবলমুরিং থানা পরিদর্শনে বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান


ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারীর সঙ্গে কথা বলছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৩ আগস্ট ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান।

প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রামে সাত থানায় আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে ডবলমুরিং থানা থেকে বিভিন্ন মালামাল ও মোটরসাইকেল লুট হয়।

এ ঘটনার পর আজ মঙ্গলবার নগর বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে দলটির একটি টিম এই থানা পরিদর্শন করেন।

এ সময় ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান। থানা থেকে লুট হওয়া মালামাল ও মোটরসাইকেল উদ্ধারে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।

এ ছাড়া ডবলমুরিং এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে ওসিকে সহযোগিতা করবেন বলে জানান এ বিএনপি নেতা।

থানা পরিদর্শনে আসায় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ওসি।

আরও পড়ুন:

গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিবির’ নাছির

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলি, এই অস্ত্রধারী কারা?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর