রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৪ ১০:১৫ : অপরাহ্ণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগে আজ হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়।
হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি।
উল্লেখ্য, মনিরুলকে ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সিটিটিসির দায়িত্বে থাকাকালীন বিভিন্ন জঙ্গি অভিযান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল।
এর আগে গত ৬ আগস্ট হাবিবুর রহমানকে সরিয়ে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হিসেবে মো. মাইনুল হাসানকে নিযুক্ত করা হয়।
সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে পরিচিত ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশত শিক্ষার্থী।
শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও আমলারা।
সরকার পতনের পর ছাত্রদের তোপের মুখে পড়ে প্রশাসনের বিভিন্ন পদে রদবদল করা হচ্ছে। আবার অনেক কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কাউকে আবার বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য করা হচ্ছে।
আরও পড়ুন:
গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়
আত্মগোপনে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার