রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

নিষিদ্ধ রাইফেল ৭ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ


সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৪ ১১:১২ : পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা ফেরত দিতে সাত দিন সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তা নাহলে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সোমবার সকালে ছাত্র-জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ভিডিওতে দেখলাম, যারা এ ধরনের রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করবো। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেলো? আমি একটা ভিডিওতে দেখলাম, একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেলো, এই রাইফেল আর ফেরত আসেনি।’

 

সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ১৯ আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল রোববার রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়।

ডিএমপি জানায়, কারও নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। আগুনে নথিপত্র, আসবাবপত্রের পাশাপাশি পুড়ে গেছে থানায় থাকা সব গাড়ি। লুট হয়েছে অনেক অস্ত্র ও গুলি। সরকার জানিয়েছে, হামলায় ৪২ জন পুলিশ হত্যার শিকার হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, খোয়া যাওয়া অস্ত্র নিয়ে তারা উদ্বিগ্ন। কারণ, এগুলো অপরাধীদের হাতে পড়লে সেটি জননিরাপত্তার জন্য হুমকি হবে।

আরও পড়ুন:

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

আ.লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর