রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জামায়াতে ইসলামী

১৪ বছর পর আজান দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা


রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২৪ ৯:০৮ : অপরাহ্ণ

দীর্ঘ ১৪ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে। গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে আজান দিয়ে কার্যালয় দুটি খোলা হয়।

এরপর জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা কার্যালয়ে প্রবেশ করেন।

নেতারা দীর্ঘ ১৪ বছর পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ থেকে পালিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসে।

 

এরপর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী।

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও সিনিয়র নেতারা আত্মগোপনে চলে গেছেন। ইতোমধ্যে কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

জানা গেছে, অনেকে দেশ ত্যাগ করলেও আটকে পড়া অনেক মন্ত্রী-এমপি ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে বিমানবন্দরে হাছান মাহমুদ ও জুনাইদ আহমেদ পলককে আটক করা হলো।

আরও পড়ুন:

৮ বছর পর ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেলেন ব্রিগেডিয়ার আযমী

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর