বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ঢাকা শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা


ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৪ ৭:৫১ : অপরাহ্ণ

শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক লোক মারা যান। আহত হন হাজার হাজার মানুষ।

অনেকে মনে করছেন, গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন তারা যাতে দেশত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা, নৈরাজ্য করেছেন সেই সকল অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারেন হয়তো সেজন্যই শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোনো বিমান ওঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে। এছাড়া দেশের অন্যান্য বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। বিকেলে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরও পড়ুন: 

দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

গণভবনে ঢুকে মানুষের বিজয় উল্লাস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর