রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও সুধা সদনে আগুন


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৪ ৫:৪১ : অপরাহ্ণ
আজ বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকার ধানমন্ডির ৫ নম্বর সড়কে সুধা সদন ও ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলে। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন।
সুধা সদনে আগুন দেওয়ার পর ভাঙচুর করেছে সাধারণ জনতা।

এদিকে রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আগুন দেওয়ার পর সেখানে স্লোগান দেন আন্দোলনকারীরা।

এর আগে আজ সোমবার বেলা আড়াইটার দিকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী একটি বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি।

এরপর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তারা হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

এদিকে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরও পড়ুন: 

দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

গণভবনে ঢুকে মানুষের উল্লাস

শেষ মুহূর্তে দিল্লির সহযোগিতাও পাননি শেখ হাসিনা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর