রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৪ ৩:৩০ : অপরাহ্ণ
গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গণভবনে ঢুকে উল্লাস করেছে হাজারো মানুষ।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা উল্লাস করতে করতে মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।
গণভবনে ঢুকে আন্দোলনকারীরা সাঁতারের পুলে নেমে সাঁতার কেটেছেন।
শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার ভবনে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য সোমবার দুপুরের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবার খেয়ে সাফা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরানি ও গোশত খেয়ে ফেলছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, মাথায় বাংলাদেশের পতাকার ফেট্টি বাঁধা আন্দোলনকারী এক তরুণ শেখ হাসিনার বেড রুমের বিছানায় জুতো পরে শুয়ে এক পা অন্য পায়ের উপর তুলে চিৎকার করে বলেন, ‘গণভবন আমাদের দখলে’। যে বিছানায় হয়তো কয়েক ঘণ্টা আগেই বিনিদ্র রাত কেটেছিল সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনা শখের বসেই তার বাসভবনে হাঁস-মুরগি-কবুতর মাছসহ বিভিন্ন পশুপাখি লালন পালন করতেন। সেগুলো যে যার যার মতো করে নিয়ে নেন।
এ ছাড়া গণভবনের ভিতর থেকে ঘাড়ে, কাঁধে, পিঠে নানা আসবাব সামগ্রী নিয়ে বেরিয়ে আসার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী তাদের বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন। তখন গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়।
আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা উড্ডয়ন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি এএফপিকে বলেন, শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
সূত্রটি আরও জানান, প্রধানমন্ত্রী একটি বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি।
এদিকে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা