বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮


কুমিল্লা শহরের পুলিশ লাইনস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ফাঁকা গুলি ছুড়ছেন আওয়ামী লীগের এক কর্মী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশের সময় : ৩ আগস্ট ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করার সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষ, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহরের পুলিশ লাইনস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। এ সময় ৮ জন গুলিবিদ্ধ ও প্রায় ২৫ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে নগরীর পুলিশ লাইনসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে।

শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের গুলি করে। সেসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেলও নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনরত ব্রাদার দুলাল চন্দ্র সূত্র ধর বলেন, গুলিবিদ্ধ ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার সময় আন্দোলনকারীরা কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তার (এসি ল্যান্ড) গাড়িতে আগুন দিয়েছেন।

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

জানতে চাইলে উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) সৌম্য সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে গাড়িতে আগুন দেওয়া হয়। তখন আমরা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে রক্ষা পাই। এ সময় গাড়িতে তিনজন কর্মচারী ছিলেন। অন্য একটি গাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনিও গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন।’

এর আগে, সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত বিক্ষোভ-মিছিল শুরু হয়। তারা প্রথমে পূবালী চত্বরে অবস্থান নেন। তাদের একটি অংশ কুমিল্লা পুলিশ লাইনসেও অবস্থান করেন।

কুমিল্লায় বিক্ষোভ মিছিলে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরাও অংশগ্রহণ নেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল রাজধানী, হাজারো ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর