বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ফেসবুক প্রোফাইল লাল করলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া


সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৩১ জুলাই ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ

গতকাল মঙ্গলবার থেকে লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক প্রোফাইল। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যাচ্ছে। তেমনি, কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ছে লাল রঙ। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে দেশ-বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙ সেঁটে দিয়েছেন। সাধারণ নাগরিক থেকে শুরু করে নামিদামি অনেক ব্যক্তি, এমনকি বিদেশিরাও এমনটা করছেন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া শুধু নিজের ফেসবুক প্রোফাইল পিকচারই নয়, ফেসবুক কাভার ফটোও লাল রঙে পরিবর্তন করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রোফাইল আর কাভার ফটো পরিবর্তন করার পর সেগুলোতে অসংখ্য ‘লাইক’ করেন নেটিজেনরা। সবাই তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্যও করতে থাকেন।

ফাহাদ আহমেদ নামের একজন মন্তব্য করেছেন-‘কিছুর আভাস পাওয়া যাচ্ছে, সাবেক সেনাপ্রধানের ডিপি। ছাত্রজনতার লালকে তিনিও বরণ করে নিলেন। ধন্যবাদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্যার।’

 

গতকাল (৩০ জুলাই) সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শােক প্রত্যাখান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জন্ম ১৯৫৭ সালের ২ জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করে।

২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০১২ সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া।

প্রায় চার দশকের পেশাগত জীবনে সেনাবাহিনীকে কর্মোদ্দীপ্ত করেছেন ইকবাল করিম ভূঁইয়া। ২০১৫ সালের ২৫ জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি।

আরও পড়ুন: চোখে-মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর