শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা রাজধানী

আলোচিত শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৪ ১২:২৬ : অপরাহ্ণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

পাঠ্যবইয়ে ‘শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে আলোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ১ টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।

আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম গণমাধ্যমকে বলেন, ‘শনিবার দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের একটি দল আমাদের বাসায় আসেন। তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল। তবে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানায়নি। তবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। আমার মা এখন ডিবি কার্যালয়ে গেছেন। এখনও জানি না আমার ভাই কোথায় আছে।’ 

 

এদিকে আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব।

আলোচিত শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

পোস্টে তিনি লেখেন, ‘আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন?’

তিনি আরও লেখেন, ‘না, আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?’

আরও পড়ুন: আসিফ মাহতাবকে চাকরিচ্যুতির কারণ জানালো ব্র্যাক ইউনিভার্সিটি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর