শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

কোটা সংস্কার আন্দোলনে নিহত ১৪৭: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৪ ৫:২১ : অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৭ জনের নিহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দিয়েছেন।

আসাদুজ্জামান বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। নিহতদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে যাচাইবাছাই চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা অন্য পেশার মানুষ রয়েছে তা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখনো তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এরপর যদি মৃত্যুর তথ্য পাওয়া যায়, তাহলে সংখ্যাটি বাড়তে পারে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১৪৭ হলেও প্রথম আলোর তথ্য মতে গত ২৫ জুলাই পর্যন্ত ২০৪ জন।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় গত ১ জুলাই। এরপর গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারাদেশে। এর পরদিন থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।

 

এর পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। সেইসঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।

এদিকে গতকাল তিন দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিন দাবি হলো-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক সমন্বয়ক-নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ গ্রেপ্তার ও গুম হওয়াদের মুক্তি, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া এবং মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।

এসব দাবি মেনে নেওয়া না হলে কমপ্লিট শাটডাউনের চেয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: নিহত বেড়ে ২০৪

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর