শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ঢাকাসহ ৪ জেলায় শুক্র-শনি ৯ ঘণ্টা কারফিউ শিথিল



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২৪ ১:২১ : পূর্বাহ্ণ

রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ শুক্রবার ও পরদিন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণা দেন।

অন্যান্য জেলার কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা। রোববারের কারফিউর বিষয়ে আগামীকাল শনিবার জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সরকার। সেইসঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এরপর রোব, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার এবং বুধবার ও বৃহস্পতিবার কারফিউ শিথিল রেখে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা রাখা হয়।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় সারাদেশে এ পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জুলাই (মঙ্গলবার) ৬ জন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) ৪১, শুক্রবার ৮৪, শনিবার ৩৮, রোববার ২১, সোমবার ৫, মঙ্গলবার ৩ ও গতকাল ৪ জনের মৃত্যু হয়। উল্লেখ্য, সোম, মঙ্গলবার ও বুধবার মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। সেইসঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী।এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করাসহ আটটি বার্তা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ৮ বার্তা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর