শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

আবার ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে: প্রধানমন্ত্রী


আজ সকালে রাজধানীর মিরপুরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২৪ ৫:৪১ : অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে মেট্রো রেল স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করার কারণে নগরবাসীকে আবার ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই। ধ্বংসের চিহ্ন দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে, এদেশের মানুষ এটা করতে পারে। কিন্তু, সেই কাজই করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেকেরই চোখের পানি পড়ছে। এটা দেখে যে, কীভাবে এই দানবীয় কর্মকাণ্ড হলো, আর কীভাবে করলো?’

সরকারপ্রধান প্রশ্ন করেন, ‘এগুলো কাদের জন্য? এই মেট্রো রেলে কি আমি চড়ব? আমাদের সরকার ও মন্ত্রীরা শুধু চড়বে না জনগণ চড়বে, এটা আমার প্রশ্ন। এর উপরকারিতা এদেশের সাধারণ জনগণ পাচ্ছেন। তাহলে এটার ওপর এতো ক্ষোভ কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে। এই মেট্রো রেল এবং এর স্টেশনগুলো যে আমরা তৈরি করেছি এর সার্ভিসসহ সবকিছুই ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন। অন্যান্য বহুদেশের তুলনায় একটি আধুনিক দৃশ্যমান সুন্দর একটা মেট্রো রেল আমরা করেছিলাম।’

সরকারপ্রধান বলেন, ‘আজ মেট্রো রেল বন্ধ কারণ, এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ণ। এটা কতদিনে ঠিক হবে আমি জানি না। কষ্ট পাবে কিন্তু মানুষ। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘণ্টার পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মত পৌঁছানো আবার ফেরত আসায় দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম।’

 

শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণকে তাদের (দেশব্যাপী তাণ্ডবের সঙ্গে জড়িত অপরাধীদের) বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি। যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই।’

এর আগে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি পুরো স্টেশন ঘুরে ঘুরে দেখেন।

আরও পড়ুন: ১৬ জুলাই থেকে যা যা ঘটেছে দেশে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর