বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক বন্ধ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৪ জুলাই, ২০২৪ ৪:৩৩ : অপরাহ্ণ

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এখনও বন্ধ আছে। কবে নাগাদ এ সেবাগুলো চালু করা হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তবে আপতত ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন দিনের মধ্যে ফেসবুক ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে সরকার কঠোর হবে।

 

পলক বলেন, ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

এদিকে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করার পর ১২ ঘণ্টায় ৪০ শতাংশ সংযোগে ইন্টারনেট পরিষেবা সচল হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর এ সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেছেন, আজ রাতের মধ্যে বাসাবাড়িসহ ৭০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ সচল হতে পারে বলে তারা আশা করছেন।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে উত্তাল ছিল দেশ। ১৬ জুলাই মঙ্গলবার সারাদেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণ হারায় ৬ জন।

এরপর থেকে পরিস্থিতি ক্রমে অবনতি হয়। সংঘাত সংঘর্ষের জেরে সারা দেশে নামানো হয় সেনাবাহিনী। জারি করা হয় কারফিউ, যা এখনও চলমান রয়েছে। গত কয়েক দিনে ঢাকাসহ সারাদেশে ১৮৭ জনের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগই মারা গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে।

আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই রাতে সারাদেশে মোবাইল ইন্টারনেট এবং পরদিন বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।  এরপর শনিবার থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর