রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৪ ৯:১৯ : পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় হেলমেট পরিহিত অবস্থায় এক যুবককে শিক্ষার্থীদের লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সেই যুবকের পরিচয় মিলেছে।
ওই যুবক হলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির সহসম্পাদকও ছিলেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক সাবেক নেতা জানিয়েছেন, অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে থাকা যুবকটি হাসান মোল্লা।
হাসান মোল্লা ঢাকা কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষ ও আখতারুজ্জামান ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
হাসান মোল্লা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছারের বোনের ছেলে।
মোহাম্মদ আবু কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসান মোল্লা আমার ভাগনে।’
জানা গেছে, হাসান মোল্লা গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ওই নেত্রীর সহপাঠীরা।
এ বিষয়ে হাসান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় পিস্তল উঁচিয়ে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবককে গুলি চালাতে দেখা গেছে। হামলার ছবি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার থেমে থেমে চলা এই হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়।
আরও পড়ুন: ঢাবিতে আবার ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ