রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৫ জুলাই, ২০২৪ ৪:১৬ : অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের হেলমেট পরে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
ছাত্রলীগে হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- ইসকায়া (২৪), শাহিনুর(২৪), ফাহমিদা(২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল(২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) এবং জহির (২২)।
আজ দুপুর ১টা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন
এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।পরে বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে মাইকিং করতে শুরুর করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন। এ সময় কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরবর্তীতে ভিসি চত্ত্বরেও সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে।
মাইকিং করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় আসতে বলেন আন্দোলনের নেতারা। মাইকে তারা বলেন, ‘আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করবো। আমরা পিছু হটবো না।’
ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেন। পরে তারা হলের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুড়তে থাকেন। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন।
অন্যদিকে ছাত্রলীগের আরেকটি দলকে হেলমেট পরে একাত্তর গেটের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।
বিকেল ৩টা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন:
‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’
প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে মাঝরাতে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস