রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২৪ ১০:১৫ : অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক কমিটিকে সংবর্ধনা জানিয়ে বিতর্কের মুখে পড়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগের দুই নম্বর সহসাংগঠনিক সম্পাদক মীর হেলালকে প্রধান অতিথি করা নিয়ে প্রশ্ন তুলছেন নেতাকর্মীরা।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এবং পরিচালনা করেন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ। তবে এ অনুষ্ঠানে অংশ নেননি নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।
নেতাকর্মীরা বলছেন, সাংগঠনিক প্রটোকল অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি করার কথা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম কিংবা এক নম্বর সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ। কিন্তু তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এ বিষয়ে জানতে মাহবুবের রহমান শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ রাজনীতি সংবাদকে জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণই জানানো হয়নি। এই অনুষ্ঠানের বিষয়ে তিনি জানতেন না।
দলীয় সূত্রে জানা গেছে, তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও মূলত এর পেছনে ভূমিকা রাখেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি মীর হেলালের ঘনিষ্ঠ। এ কারণেই তিনি সাংগঠনিক সম্পাদক ও এক নম্বর সহসাংগঠনিক সম্পাদককে না জানিয়ে মীর হেলালকে অনুষ্ঠানে প্রধান অতিথি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মীর হেলাল রাজনীতি সংবাদকে বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন যারা করেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, কেন আমাকে প্রধান অতিথি করেছে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
নাম প্রকাশ না করার শর্তে নগর বিএনপির এক নেতা রাজনীতি সংবাদকে বলছেন, নবগঠিত মহানগর বিএনপির কমিটিতে মীর হেলালের প্রভাব সৃষ্টি করার জন্য তাকে কৌশলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহাগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ রাজনীতি সংবাদকে বলেন, ‘সাংগঠনিক সম্পাদক (মাহবুবের রহমান শামীম) ও এক নম্বর সহসাংগঠনিক সম্পাদককে (হারুনুর রশীদ) কেন আমন্ত্রণ জানানো হয়নি সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। যিনি (মীর হেলাল) অনুষ্ঠানে এসেছেন তাকে প্রধান অতিথি করা হয়েছে।’
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ রাজনীতি সংবাদকে বলেন, ‘আজ বিকেলে জমিয়তুল ফালাহ মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নাসিমন ভবনে এসে আমরা তাৎক্ষণিকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করি। সে অনুষ্ঠানে মাহবুবের রহমান শামীম ও হারুনুর রশীদ উপস্থিত ছিলেন না। সেখানে মীর হেলাল উপস্থিত ছিলেন বিধায় তাকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: নোমানের ‘আশীর্বাদে’ চট্টগ্রাম নগর বিএনপির নেতৃত্বে এরশাদ উল্লাহ-নাজিমুর রহমান!