বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

এবারের ধাক্কা সামলাতে পারবে না সরকার: আমীর খসরু


আজ বিকেলে চট্টগ্রাম নগরীতে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৬ জুলাই, ২০২৪ ৮:১৫ : অপরাহ্ণ

সরকার এবারের ধাক্কা সামলাতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন, আজকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালী। তাই এবারের ধাক্কা সামলাতে পারবে না সরকার।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে আমীর খসরু বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে পরাজিত করতে হবে। আমি একটা কথা বলতে চাই, অন্যায় যখন আইনে পরিণত হয়, তখন প্রতিরোধ অপরিহার্য হয়ে পড়ে। বাংলাদেশে কোনো বিচার আছে? নাই। যেখানে কোনো বিচার নাই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে? তাহলে এবার প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত, নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে নাই।’

 

সরকারবিরোধী আন্দোলন বন্ধ হয়নি, চলমান রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গুলি করে, গ্রেনেড মেরে জনসভা বন্ধ করা যায়, আন্দোলন বন্ধ করা যায় না। কেউ যদি মনে করে, আন্দোলন শেষ হয়ে গেছে, বিএনপিকে নতুন করে শুরু করতে হবে-আমি পরিস্কারভাবে তাদের বলতে চাই, নতুন করে আন্দোলন শুরু করার কিছু নেই। আন্দোলন চলমান আছে।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুল বলেন, ‘খালেদা জিয়া যদি মুক্ত থাকতে, তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারতো না। এই সরকারের যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তাদের ধরা হয় না। অথচ সামান্য অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে।’

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হারুনুর রশিদ, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর