সোমবার, ৮ জুলাই, ২০২৪ | ২৪ আষাঢ়, ১৪৩১ | ১ মহর্‌রম, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা, লাশও নিয়ে গেলো বিএসএফ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২৪ ৩:১৮ : অপরাহ্ণ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণহানির ঘটনা। নয় দিনের মাথায় সীমান্তে আবার বিএসএফের গুলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে রাজু মিয়া নামের বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর ওই যুবককের লাশও নিয়ে গেছে বিএসএফ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিএসএফের নাগরভিটা ক্যাম্পের কমান্ডারের বরাত দিয়ে আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে গরু চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশি কয়েকজন লোক বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় যায়। এসময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন তিনগাঁও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়।’

 

ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা রাজুর লাশ ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে যায়।

জানা গেছে, এ ঘটনায় আজ সকালে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি করেছে বিএসএফ। ঘটনা শোনার পর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে বিএসএফ।

আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর