রবিবার, ৭ জুলাই, ২০২৪ | ২৩ আষাঢ়, ১৪৩১ | ৩০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, সিদ্ধান্ত বাংলাদেশের: রাষ্ট্রদূত


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৪ জুলাই, ২০২৪ ৫:৩৭ : অপরাহ্ণ
আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, কিন্তু এ বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিস্তা প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের উল্লেখ ইয়াও ওয়েন বলেন, ‘তিস্তা বাংলাদেশের ভূখণ্ডে। তাই এই নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। সেই সিদ্ধান্তকে আমাদের সবার সম্মান করতে হবে।’

 

ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন প্রস্তুত, কিন্তু বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

তবে প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, ‘এখনই এ বিষয়ে বলা সম্ভব নয়। তবে অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।’

আরও পড়ুন:

তিস্তা-গঙ্গার পানি নিয়ে কোনো চুক্তি নয়, মোদিকে হুঁশিয়ারি মমতার

তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি নিয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর