শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

জমিয়তুল ফালায় শাহাদাতে কারবালা মাহফিল শুরু সোমবার



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২৪ ১১:১৭ : অপরাহ্ণ

আহলে বায়তে রাসূলের স্মরণে প্রতি বছরের মতো আগামী সোমবার শুরু হচ্ছে দশ দিনের ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মাহফিল চলবে ১৭ জুলাই পর্যন্ত।

প্রতিদিন বাদ আসর থেকে মাহফিল শুরু হবে। দশ দিনব্যাপী মাহফিলে আহলে বায়তে রাসূলের মান-মর্যাদা নিয়ে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখগণ আলোচনা করবেন। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।

বুধবার রাতে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, খুরশিদুর রহমান, সিরাজুল মোস্তফা, আবদুল হাই মাসুম, অধ্যাপক ড. জাফর উল্লাহ, লালখান বাজার ওয়ার্ড কমিশনার আবুল হাসনাত বেলাল, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শফি, মুক্তিযোদ্ধা দিদারুল আলম, জাফর আহমেদ সওদাগর, মাহবুবুল আলম শাহজাদা মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।

খতিবে বাঙ্গাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরী ১৯৮৬ সালে জমিয়তুল ফালাহ কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজরী নববর্ষ, মাহে মুর্হরম ও আহলে বায়তে রাসুলের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এবছরও ৩৯ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারের শাহাদাতে কারবালা মাহফিলে দেশ ও বিদেশের উলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রীবর্গ, সরকারি বেসকারি পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।

 

ইরাকের বাগদাদ শরীফের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা.) আওলাদ আশ্-শাইখ আস্-সৈয়দ আল্লামা আফিফুদ্দীন আল্ জিলানী আল বাগদাদী, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, তাজুল উলামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানী মিয়া আশরাফি, হযরত সৈয়দ আশরাফ আল আশরাফী, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।

আরও পড়ুন: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহাদাতে কারবালা মাহফিলের ৩৮ বছরে পদার্পন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর