শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

তিস্তার পানি চুক্তিতে মূল প্রতিবন্ধকতা মমতা, বললেন ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের ও মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ জুলাই, ২০২৪ ৮:০২ : অপরাহ্ণ

তিস্তার পানি বণ্টন চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি; রাজ্য সরকার না চাইলে কেন্দ্রীয় সরকার অনেক কিছু করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলেই আজ ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়। আরেকটা বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে।’

পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে বলেই সরকার অনেক সুবিধা আদায় করতে পেরেছে। অবিশ্বাস-সন্দেহ থাকলে বন্ধুত্ব থাকে না। দুই দেশের অভিন্ন সমস্যা সমাধানেও ভারতের নতুন সরকার আশ্বাস্ত করেছে।’

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গেলো রে গেলো, সব নাকি ইন্ডিয়া হয়ে গেলো। গেলো রে গেলো, স্বাধীনতা গেলো, গেলো রে গেলো সার্বভৌমত্ব গেলো। কোথায় গেলো? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাব? ভারত আমাদের বন্ধু। অথচ বিএনপি এই ভারতের দাসত্ব চেয়েছিল। মনে আছে, নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাইকমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হলো বিএনপি। তারা ভারতের বিরোধিতা করে, কিন্তু ওয়াশিংটনের ইচ্ছায় ভারতের কাছে গ্যাস বিক্রির অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় আসে।’

 

বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। বিএনপি নেতারা কূটনীতির সে ভাষা বোঝে না। পদ্মাসেতু নিয়ে সমঝোতা স্বারক হয়েছিল। চুক্তি হয়নি বলেই নিজের টাকায় করতে পেরেছে বাংলাদেশ। ভারতের সাথে আওয়ামী লীগ মৈত্রী চুক্তি করেছিল বলেই ছিটমহল সমাধান, সীমান্ত সমাধান হয়েছে।’

বিএনপি নিজেরা নিজেদের বিশ্বাস করে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনের ফরমানে বিএনপিতে ইন-আউট চলছে। তারা কেউ কাউকে বিশ্বাস করে না। একজন আরেক জনকে বলে সরকারের এজেন্ট। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তাদের আন্দোলন ভুয়া। মির্জা ফখরুলের মনে অশান্তির আগুন জ্বলছে।’

আরও পড়ুন: 

তিস্তা-গঙ্গার পানি নিয়ে কোনো চুক্তি নয়, মোদিকে হুঁশিয়ারি মমতার

হাসিনা-মোদি বৈঠক: ঢাকা-দিল্লির মধ্যে ১০ সমঝোতা স্মারক সই

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর