রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো সরকারের চালাকি: ফখরুল


আজ দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জুন, ২০২৪ ৭:০৩ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পেছনে সরকারের চালাকি আছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে নেতাকর্মীরা নয়াপল্টনের সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবি-সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়।

মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন যে, খালেদা জিয়া প্রায় দুই বছরের বেশি জীর্ণ-পরিত্যক্ত কারাগারে ছিলেন… তারপরে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে, সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি… শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে… চালাকিটা কী? যেমন আমি বলি না, ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। সেই সাজা আবার গুণতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে… এটা হচ্ছে আরেকটা চালাকি। অর্থাৎ সাজা আরও বেশি দীর্ঘায়িত করা হবে।’

 

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়লো

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, সমঝোতা করা হয়েছে সেগুলো বাংলাদেশের পক্ষে নয়। যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কী রকম? আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে উনি পড়াশোনা করার জন্য পরামর্শ দেন… আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে বিদ্রোহ করবেন না, বেঈমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তি করার সাহস করবেন না, এমন কোনো সমঝোতা স্মারক সই করবেন না যেটা আমার দেশের আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে।’

কী এনেছেন এবার ভারত সফরে গিয়ে?-প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তার পানি বণ্টনের চুক্তি করতে পারেননি। কী করেছেন? তিস্তা প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে, আমরা দুইটার মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সব শেষে এ কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে তাদেরকে যদি আমরা কাজটা দেই, তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো এদেশে বাস করি? আপনি তিস্তার পানি যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন, অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের সমস্যার সমাধান আর হলো না, সমস্যাই রয়ে গেল। এবার আপনারা একটা দেশকে ভারতের কাছে পুরোপুরি জিম্মি করে দিচ্ছেন।’

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এ বিষয়ে একটা কথা আপনি (প্রধানমন্ত্রী) এই সফরে বলেছেন? আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে, পৃথিবীর কোন বন্ধু দেশ আছে… আপনারা এত বন্ধুত্ব যে স্বামী-স্ত্রীর বন্ধুত্ব আপনারা বলেন… তাহলে কোন বন্ধু দেশ আছে তার সীমান্তে গুলি করে হত্যা করে তার বন্ধুদেশের মানুষকে? এর জবাব আপনাদের দিতে হবে। আপনারা অনেক কথা বলেছেন। আমি বলি, আপনারা আত্মরক্ষার জন্য যেসব কথা বলেছেন, এসব কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।’

আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর