রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৪ জুন, ২০২৪ ৮:০৯ : অপরাহ্ণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর সিটি এসবি ও প্রটেকশন বিভাগের এডিসি জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
এর আগে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নিয়ে তদন্ত শুরু হয়। এ ঘটনায় ওই এডিসিসহ একজন এসআই ও এএসআইসহ তিনজনকে তথ্য ফাঁস করার অভিযোগে অভিযুক্ত করা হয়।
পরে ওই এডিসিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি আছাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমান সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি সস্ত্রীক দেশ ছেড়েছেন। দুই সপ্তাহ আগে তারা আমেরিকায় চলে গেছেন।
অভিযোগ রয়েছে, সাবেক এই ডিএমপি কমিশনার আমেরিকায় বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া তার ছোট ছেলে আসিফ মাহাদীনের ঢাকায় আলিশান বাড়ি, আফতাবনগরে দামি প্লট এবং ভাঙ্গায় এক একর জমি রয়েছে।
দেশের বাইরে অবস্থান করা আছাদুজ্জামান মিয়া এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তিনি বৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে সম্পদ কিনেছেন।
আরও পড়ুন:
সাবেক ডিএমপি কমিশনারের ছেলে-স্ত্রীর আলিশান বাড়ি, দামি প্লটের সন্ধান!
বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার