শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সন্তু লারমা


রাজনীতি সংবাদ প্রতিনিধি, রাঙামাটি প্রকাশের সময় :২১ জুন, ২০২৪ ৭:৪৯ : অপরাহ্ণ
হেডম্যান সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নসহ কোনো বিষয়ে বর্তমান সরকার ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা।

আজ শুক্রবার রাঙামাটি শহরের রাজদ্বীপ এলাকার সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক কার্যালয়ে অনুষ্ঠিত হেডম্যান সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির ২৬ বছরের মধ্যে ১৭ বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহুবার চুক্তি বাস্তবায়ন ও ১৯০০ সালের শাসনবিধি নিয়ে বললেও তা আলোর মুখ দেখেনি। বরং জুম্ম জনগণকে এ চুক্তি ভুলে যেতে বাধ্য করা হচ্ছে।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি বলেন, ‘সরকারের বিশেষ মহল পার্বত্য চট্টগ্রাম ১৯০০ সালের শাসনবিধিতে সংশোধনী আনার ষড়যন্ত্র করছে। এটি জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির প্রক্রিয়া। সংশোধিত কোনো অংশ পার্বত্য চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে মেনে নেওয়া হবে না।’

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ১৯০০ সালের শাসনবিধি নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হেডম্যান, কারবারিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সন্তু লারমা।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরি চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা, নারী হেডম্যান নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা প্রমুখ।

সম্মেলনে কংজরী চৌধুরীকে সভাপতি ও শান্তি বিজয় চাকমাকে সাধারণ সম্পাদক করে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের তিন বছর মেয়াদে ৩১ সদস্যর নতুন কমিটি ঘোষণা করেন সন্তু লারমা।

আরও পড়ুন: পাহাড়ি ৭ উপজেলায় নিজেদের শাসন চায় কুকি-চিন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর