শুক্রবার, ২৮ জুন, ২০২৪ | ১৪ আষাঢ়, ১৪৩১ | ২১ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

সিলেটে বন্যায় ৭ লাখ মানুষ পানিবন্দি


রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :১৯ জুন, ২০২৪ ২:৩২ : অপরাহ্ণ
সিলেটে বন্যা পরিস্থিতিতির ক্রমেই অবনতি হচ্ছে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সিলেটে বন্যা পরিস্থিতিতির আরও অবনতি হয়েছে। এতে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। সরকারি হিসেবে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় সাত লাখ মানুষ। তবে স্থানীয়দের দেওয়া তথ্যমতে, পানিবন্দি মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি।

সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে বন্যা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়ও বন্যা ছড়িয়ে পড়েছে। এসব উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ইতোমধ্যে নগরের শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালিঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার লাউয়াই, বরইকান্দি, আলমপুরসহ বিভিন্ন এলাকায় অনেকের বাসাবাড়িতে গলা পর্যন্ত পানি উঠেছে। নিচু এলাকাগুলোর কলোনি বা বাসা-বাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে এসব এলাকার মানুষ।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, মঙ্গলবার পর্যন্ত জেলার এক হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ৬ লাখ ৭৫ হাজার ৯৩৭ জন মানুষ বন্যা আক্রান্ত। ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আজ এ সংখ্যা দ্বিগুন হতে পারে। এদিকে মহানগরের ৮০টি আশ্রয় কেন্দ্রে আরও কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন।

সিলেটে গত মাসের শেষ দিকে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পানি নেমে যায়। চলতি মাসে আবার বন্যার কবলে পড়ে সিলেট। বিশেষ করে ঈদের দিন (সোমবার) ভোররাত থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় নগরীর অধিকাংশ এলাকাসহ সিলেটের ৭টি উপজেলা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর