রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :১৭ জুন, ২০২৪ ১০:৩৭ : পূর্বাহ্ণ
অর্থাভাবের কারণে দেশের অধিকাংশ মানুষই এবার ঈদুল আজহায় পশু কোরবানি দিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন।
তিনি বলেন, এটি সরকারের ব্যার্থতা।
আজ সোমবার রংপুর মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।
সরকারের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করে জি এম কাদের বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছেন তাতে আমরা হতাশ। গরিবরা দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে হিমশিম খাচ্ছে। চাকরির অভাব ও গরিবদের অসহায়ত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। এটা দুর্ভাগ্যজনক।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের এই বিরোধী দলীয় নেতা বলেন, যারা স্বচ্ছল, যাদের সামর্থ আছে তারা অন্যান্যদের পাশে দাঁড়ান। সবাই মিলে আনন্দ উৎসব করলে সেটাই হবে প্রকৃত উৎসব। এটা আমাদের সামাজিক দায়িত্ব।