রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৬ জুন ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
সেন্টমার্টিন-মিয়ানমার ইস্যু প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সমুদ্রসীমায় বাধা সৃষ্টি করা হচ্ছে। মিয়ানমার যেভাবে যুদ্ধ জাহাজ রেখে সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি করছে তা বাংলাদেশের জন্য হুমকি।’
আজ রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি হচ্ছে। মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য হুমকি। দুর্ভাগ্যের বিষয় হলো-এ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এই সরকার দুর্বল ও নতজানু সরকার, বিদেশের ওপর নির্ভর করে টিকে রয়েছে। তাই বিএনপি মনে করে, এই সরকারের এখনই পদত্যাগ করা উচিত।’
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে সরকার বলির পাঠা বানিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন ঢাকার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ফিরিস্তি পত্রিকায় বের হয়েছে। একে একে সবার থলের বিড়াল বেরিয়ে আসবে। এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে চুরির সুযোগ করে দিচ্ছে। তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার ফেইল। তাদের উচিৎ পদত্যাগ করা।’
মির্জা ফখরুল বলেন, ‘যে সকল কমকর্তা কর্মচারীরা মনে করছেন, ‘এ দেশে আওয়ামী লীগকে সমর্থন করে টিকে থাকতে পারবেন, বেনজীর ও আজিজ তার প্রমাণ। লুট করে চুরি করে অন্ধের মতো একটি অজনপ্রিয় অবৈধ সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব নয়।’
সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সাহস করে যদি আপনারা না দাঁড়ান, তাহলে সংবাদ মাধ্যমে টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগ সরকারই ১৯৭৫ সালের ১৬ জুন ৪টা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। সাংবাদিকরা তখন ভিক্ষা করত, ফল বিক্রি করতো। এখন অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে। কিন্তু কোনো সাংবাদিক তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না।’
আরও পড়ুন:
সেন্টমার্টিনে গুলি করেছে আরাকান আর্মি, মিয়ানমার সরকার নয়: কাদের
বঙ্গোপসাগর উপকূলে মিয়ানমার জান্তার ১০ ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি