মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ | ১১ আষাঢ়, ১৪৩১ | ১৮ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সেন্টমার্টিনে গুলি করেছে আরাকান আর্মি, মিয়ানমার সরকার নয়: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জুন, ২০২৪ ৩:০৬ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে সরকার উদ্বিগ্ন। সেন্টমার্টিনে গুলি করেছে আরাকান আর্মি, মিয়ানমার সরকার করেনি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মিয়ানমার ইস্যু নিয়ে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। আমরা কি উস্কানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাধাবো? মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলেছি- সরকার এখানে নিষ্ক্রিয় নয়। আক্রান্ত হলে পাল্টা আক্রমণে প্রস্তুত আছে সরকার।’

আরও পড়ুন: সেন্টমার্টিনে গেলে মিয়ানমার থেকে গুলি করে, সরকার কিছুই বলে না: ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে-এসব গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনার নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল। এখনও তারা সেটাই করে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গঠন নজরদারি অব্যাহত রয়েছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে। সেন্টমার্টিন সীমান্ত থেকে যুদ্ধ জাহাজ এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। যান চলাচল নিয়মিত হয়ে গেছে, যাওয়া-আসা করছে। আমরা গায়ে পড়ে ঝগড়া করবো না। সারাবিশ্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার।’

আরও পড়ুন: বঙ্গোপসাগর উপকূলে মিয়ানমার জান্তার ১০ ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি

সেন্টমার্টিন সীমান্তে মিয়ানমার যুদ্ধজাহাজের উপস্থিতি ও গুলির পেছনে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠনে কোনো বিদেশি ইন্ধন আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সেখানে নতুন রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা অমূলক নয়। আরও কিছু থাকতে পারে কিনা খতিয়ে দেখব এবং খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: সেন্টমার্টিনে বিজিবি মহাপরিচালক, সদস্যদের যে বার্তা দিলেন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর