শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১৩ আশ্বিন, ১৪৩১ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট


রাজনীতি সংবাদ প্রতিনিধি, বগুড়া প্রকাশের সময় :১৩ জুন, ২০২৪ ২:৪৫ : অপরাহ্ণ
বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখা
Rajnitisangbad Facebook Page

বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুই তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটনায়।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তাপ্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক ভাঙা দেখেতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এপর্যন্ত ছয় বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু কোনো ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নাই।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর