বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

জেনারেল আজিজের অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে দুদকে আবেদন


সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জুন, ২০২৪ ৭:০২ : অপরাহ্ণ

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের অবৈধ সম্পদের অভিযোগ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেছেন। আবেদনে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সালাহউদ্দিন রিগ্যান বলেন, ‘দুদক কোনো উদ্যোগ না নিলে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২১ মে জেনারেল (অব.) আজিজ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

জেনারেল (অব.) আজিজ আহমেদ ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন।

আরও পড়ুন: 

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে কমিটি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর