রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জুন, ২০২৪ ৭:১৯ : অপরাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।
আজ সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা ভারত-বাংলাদেশের মধ্যে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে বন্ধন শক্তিশালী করাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ফেসবুকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভেরিফায়েড পেজে এ কথা বলা হয়। সঙ্গে যোগ করা হয় একটি ভিডিও।
তাতে দেখা যায়, সোনিয়া গান্ধী এগিয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। একই কায়দায় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন সোনিয়াকন্যা প্রিয়াংকা গান্ধী। রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে মিলিত হন সোনিয়া, রাহুল ও প্রিয়াংকা।