রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জুন, ২০২৪ ১২:০৫ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাত।
Rajnitisangbad Facebook Page

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদি এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন দেন এবং নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। শপথগ্রহণের পর ফটোসেশনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেওয়া হয়। এরপর তাদের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদি ও দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর