রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জুন, ২০২৪ ৭:০৪ : অপরাহ্ণ
সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে এবার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ ছাড়া ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বর্তমানে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ নতুন নিয়মে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
এর আগে, গত ৬ জুন সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন: সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন