বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রামে আ. লীগের আনন্দ মিছিলে তুমুল মারামারি, আহত অর্ধশত


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ জুন, ২০২৪ ১০:২১ : অপরাহ্ণ
আজ বিকেলে আনোয়ারায় বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।
Rajnitisangbad Facebook Page

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আনন্দ মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীরা। কিন্তু তাদের এই আনন্দ মিছিল তুমুল সংঘর্ষে রূপ নেয়।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা এ সংঘর্ষে জড়ায়। এতে পুলিশসহ আওয়ামী লীগের দুপক্ষের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান মঞ্জু চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, রায়পুর ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি তাজউদ্দীন, যুবলীগ নেতা সাইফুল।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে আওয়ামী লীগের দুপক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিলের আয়োজন করে।

অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৪টায় এ কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা যায়।

দেখা যায়, বিকেল ৪টায় মিছিল শুরু হওয়ার পর উভয়পক্ষ উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পর ওয়াসিকা গ্রুপের সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তার দক্ষিণ পাশে অবস্থান করা জাবেদ গ্রুপের সমর্থকদের ওপর চড়াও হয়।

ওয়াসিকা গ্রুপর অনুসারী কাজী মোজাম্মেল হক বলেন, ‌‘আমরা বাজেটকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম দিয়েছি, একই স্থানে তারাও প্রোগ্রামের ঘোষণা দেয়। পরবর্তীতে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এসময় আমাদের টিপুসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সংঘর্ষে জড়ায়। এরপর অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকাকে হুংকার দিলেন এমপি জাভেদ?

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর