রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচন

মোদির এনডিএ জোট এগিয়ে, প্রতিন্দ্বন্দ্বিতায় রাহুলের কংগ্রেস জোট


রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ জুন, ২০২৪ ২:৪৫ : অপরাহ্ণ

ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষে আজ মঙ্গলবার ভোট গণনা চলছে। ভোট গণনার প্রথম সাড়ে ৬ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এগিয়ে আছে। তবে প্রতিন্দ্বন্দ্বিতায় আছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট।

আজ ভারতের স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে লোকসভার ভোট গণনা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত প্রাথমিক গণনায় নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৮৯ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট ২৩৫ আসনে এগিয়ে রয়েছে। সে হিসেবে এখন পর্যন্ত মোদির বিজেপির চেয়ে ৫৪ আসনে পিছিয়ে রয়েছে রাহুলের ইন্ডিয়া জোট।

তবে এই ফলাফল গণনার একেবারে প্রাথমিক অবস্থা। তার মানে এই ফলাফল দিয়ে চূড়ান্ত জয়-পরাজয় নির্ধারণ করা সম্ভব নয়।

কংগ্রেসের মুখপাত্র পাওয়ান খেরা গণমাধ্যমকে বলেছেন, এটা একেবারে শুরুর দিকের ফল। দিনের পরের অংশে আমরা আরও ভালো ফল দেখতে পাবো।

গত ১ জুন বুথফেরত জরিপে মোদির বড় ব্যবধানে জয়ের পূর্বাভাষ পাওয়া গিয়েছিল। তবে ভারতে এ ধরনের জরিপের ফল প্রায়ই ভুল প্রমাণিত হয়।

গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে ভারতের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

বুথফেরত জরিপে আবারও নরেন্দ্র মোদির জোটের বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী ইন্ডিয়া জোট। মোদি সরকার নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তন হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদির এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর রাহুলের কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর