রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ মে, ২০২৪ ৭:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত দেশের চট্টগ্রাম, রাঙামাটি, সিলেট, খাগড়াছড়ি, কুমিল্লা ও রাজশাহীতে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এর গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরে মিয়ানমারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর