রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশের সময় : ২৮ মে ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আহত বাংলাদেশি জেলে মো. হোসেন আলী চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পরে মারা গেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. হোসেন আলীর ছেলে আমির হামজা।
জেলে মো. হোসেন আলী টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে।
আমির হামজা বলেন, নাফ নদীতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আহত আমার বাবা মো. হোসেন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন চিকিৎসা নেওয়ার পরে ৭ দিনের মাথায় তিনি মারা গেছেন।
এর আগে গত ২২ মে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ শিকার করছিলেন হোসেন আলী। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তার ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়ে গুলি লাগে।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী জানান, টেকনাফের হোয়াইক্যং ১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নাফ নদীতে মাছ ধরছিলেন মো. হোসেন আলী। এ সময় ওপার থেক বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনকে উদ্ধার করে অন্য জেলেরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।