রবিবার, ২৩ জুন, ২০২৪ | ৯ আষাঢ়, ১৪৩১ | ১৬ জিলহজ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ মে, ২০২৪ ৩:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চালকদের আন্দোলনের মুখে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতি ও স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

এর আগে, গত ১৫ মে ওবায়দুল কাদের বলেছিলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এরপর ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে অটোরিকশাচালকরা। এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে।

মামলাগুলোর মধ্যে পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি। মামলায় দুই হাজার ৭০০ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর